ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২০২২

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২০২২, অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২২, সহজ ট্রেন টিকেট । গত কয়েক বছরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অনেক পরিবর্তন এনেছে। তাই দেশের দূরপাল্লার যাত্রীদের ট্রেন ভ্রমে আগ্রহ বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে টিকেট সিস্টেম পরিচালনার জন্য ‘সহজ ডট কম এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে। ঈদে অনেকে ট্রেনে বাড়িতে যান। নতুন সহজ ট্রেন টিকেট প্ল্যাটফর্মে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং টিকিট বুকিং করা যায় সে সম্পর্কে একটি ধাপে ধাপে গাইড তৈরী করেছি।

দেশের হাইওয়েগুলোতে অনেক জ্যাম থাকার কারণে ঈদে বাস ভ্রমণে অনেক সময় লেগে যায়। সেদিক থেকে ট্রেন যাত্রায় সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

যান্ত্রিক গোলযোগ বা অন্য সমস্যা না হলে Train সিডিউলে কোনো পরিবর্তন হয় না।

এদিকে অনলাইনে Train Ticket টাকার ব্যবস্থা চালু হওয়ার পর থেকে মানুষ ট্রেন ভ্রমণে বেশি ঝুঁকেছে। কারণ আগের মত স্টেশনে গিয়ে টিকেট কাটতে হয় না।

ঈদ আসলেই ঈদের আগে ট্রেনের যাত্রী অনেক বেড়ে যায়। সেই সাথে টিকেট কাটার App ও ওয়েবসাইট অতিরিক্ত চাপের কারণে স্লো হয়ে যায়। এতে টিকেট কাটার সময় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের।

ঈদে ট্রেনের টিকিট ২০২২ বিক্রি শুরু কবে?

আগামী ১ জুলাই থেকে ঈদে ট্রেনের টিকিট ২০২২ বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সম্ভাব্য ঈদের দিন হিসেবে ১০ জুলাই ধরে নিয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণত ঈদযাত্রার পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি হবে ১ জুলাই এবং পরের দিনের টিকিট বিক্রি হবে পাঁচ দিন আগে। ঈদের ট্রেনের টিকিট ২০২২ ঢাকার ৬টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পাওয়া যাবে।

উত্তরবঙ্গের ঈদের ট্রেনের অগ্রীম টিকিট ২০২২ কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশনে পাওয়া যাবে। চট্টগ্রাম ও নোয়াখালীর সকল আন্তঃনগর ট্রেনের টিকিট ঢাকা বিমানবন্দর থেকে পাওয়া যাবে। তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ ট্রেনের টিকেট কিনতে পারবেন।

টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীরা কাউন্টারে এনআইডি বা বার্থ সার্টিফিকেট কপি দিয়ে টিকিট কিনতে পারবেন। অ্যাপ ও ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিটি টিকিট বিক্রয় কেন্দ্রে মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি কাউন্টার থাকবে এবং প্রতিটি ইন্টারসিটি ট্রেনে শুধুমাত্র মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য পৃথক কোচ থাকবে। ঈদে ঢাকা থেকে প্রতিদিন মোট ২৬ হাজার ৭১৩টি টিকিট বিক্রি করা হবে এবং এর অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে।

যাত্রীদের ভিড় মেটাতে ৬৭টি অতিরিক্ত ট্রেন-বগি অন্তর্ভুক্ত করা হবে। পবিত্র ঈদ উপলক্ষে মোট ২১৩টি ট্রেন চালানো হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি ঈদ ট্রেন টিকিট ২০২২ কিনতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘অগ্রিম টিকিট ফেরত দেওয়া হবে না। ঈদ উপলক্ষে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ঈদ স্পেশাল ট্রেনের জন্য অনলাইনে কোনো টিকেট পাওয়া যাবে না।

সহজ ট্রেন টিকেট ২০২২

সহজ ডট কম ২৬ শে মার্চ ২০২২ থেকে অনলাইন এবং অফলাইনে রেলওয়ে টিকিট বিক্রি শুরু করেছে। এর আগে সিএনএস টিকিট প্রতি ২.৯৯ টাকা পেত, কিন্তু সহজ ট্রেন টিকিট প্রতি মাত্র ০.২৫ টাকা চার্জ করবে । সুতরাং, সরকার আরও বেশি রাজস্ব আয় করবে। তবে, অনলাইনে টিকিট কেনার জন্য ২০ টাকা চার্জ একই থাকবে বলে জনসাধারণ কোনও ছাড় পাবে না।

ঈদে সহজ.কম ট্রেনের টিকিট কাটার নিয়ম-১

  • অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টা থেকে। টিকিট পাওয়া যায় রেলওয়ে ওয়েবসাইট রেলসেবা APP থেকে।
  • যেহেতু সকাল ৮টা বাজার সাথে সাথে সার্ভারে অনেক বেশি মানুষ একসাথে প্রবেশ করে তাই ওয়েবসাইট ও App স্লো হয়ে যাবে এটাই স্বাভাবিক ।
  • তাই, টিকেট কাটার জন্য সকাল ৮টার আগেই লগইন করতে হবে। এতে করে টিকেট পাওয়ার সুযোগ বেড়ে যায়।
  • নির্দিষ্ট গন্তব্যের টিকিট Any seat পর্যন্ত সিলেক্ট করে রাখবেন। ক্লিক করবেন না।
  • সকাল ৮ টা বাজার সাথে সাথেই Any Seat Option এ ক্লিক করবেন।
  • ভুল করেও Seat Selection এর চিন্তা করবেন না। তাহলে টিকিট পাবার সম্ভাবনা নেই বললেই চলে।
  • সার্ভারে অনেক লোড থাকার কারণে সব কিছুই অনেক স্লো কাজ করবে। তাই একটু অপেক্ষা করতে হবে।
  • অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন ব্যবহার করে টিকেট কাটবেন। সবচেয়ে ভালো হয় ওয়েবসাইটের বদলে App থেকে টিকিট কাটলে।

অনলাইনে সহজ.কম ট্রেনের টিকিট কাটার নিয়ম-২

  • আর যদি Website থেকে টিকেট কাটতে চান, তাহলে আপডেটেড ব্রাউজার ব্যবহার করুন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে বেশি ভালো হয়।
  • যেহেতু সার্ভার স্লো কাজ করার কারণে পেজ লোড হতে সময় লাগবে। তাই ভুল করে আগের পেজে যাবার চেষ্টা করবেন না।
  • তাহলে টিকেট কাটার জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হবে । নতুন করে শুরু করতে হবে।
  • ঈদের সময় একসাথে ৩/৪ টি সিট সিলেক্ট না করে ১/২ টি সিলেক্ট করবেন। তাহলে টিকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম-৩

  • টিকিট না পেলেও হতাশ হবেন না। মনে রাখবেন ১ টি সিট অনেকেই সিলেক্ট করবে।
  • যে সবার আগে টিকেট কনফার্ম করবে এবং পেমেন্ট করতে পারবে সেই টিকিট পাবে।
  • অনেক সময় দেখা যায়, অনেকেই পেমেন্টে গিয়ে ওয়েবসাইটে বা APP স্লো কাজ করার জন্য ক্যানসেল করে নতুন করে ঢুকতে চেষ্টা নেন।
  • এতে পেমেন্ট আনসাকসেসফুল হয়, অনেক সময় টাকা কেটে নেয় কিন্তু টিকিট কনফার্ম হয় না ।
  • ফলে সিস্টেম থেকে ১৫ মিনিটের ওই ব্যবহারকারীকে ব্লক করে রাখা হয়। এরকম অভিজ্ঞতা হলে ১৫ মিনিট পরপর চেষ্টা করুন।
  • নির্দিষ্ট গন্তব্যের টিকিট না পেলে, তার নিকটবর্তী স্টেশন এর টিকিট কাটার চেষ্টা করুন। যদি সম্ভব হয় ২/৩ টি একাউন্ট সাথে রাখবেন।
  • ১ টিতে ব্লক হলে অন্য একাউন্ট থেকে টিকেট কাটার চেষ্টা করবেন। পেমেন্ট করার পর ট্রানজেকশন সফল দেখলে আপনি একটি মেসেজ পাবেন মোবাইল নম্বরে।
  • টিকিট আপনার রেলসেবা একাউন্টে দেখতে পাবেন ২০ থেকে ১ ঘন্টার মধ্যে।
  • আপনাকে একটি ইমেইল এর মাধ্যমে টিকেট সংযুক্ত করে পাঠানো হবে।
JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0