উপায় মোবাইল ব্যাংকিং – কোড, অফার ও চার্জ
বিকাশ, রকেট ও নগদ এর চেয়ে কম ক্যাশ আউট চার্জ (Cash out Charge) ও অনেক অফার (Offer) নিয়ে বাংলাদেশের মার্কেটে আত্মপ্রকাশ করেছে উপায় মোবাইল ব্যাংকিং (Upay Mobile Banking)।
অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ও ডিভাইস অথেনটিকেশনের মতো নিরাপত্তা ফিচার রয়েছে এই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের। উপায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) সাবসিডিয়ারি। উপায়’ ইউএসএসডি ও app ব্যবহারকারী গ্রাহকদের দিচ্ছে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা।
উপায় ব্যবহারের সুবিধা:
- গ্রাহকরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ucb) এটিএম বুথ ব্যবহার করে হাজারে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করতে পারবেন। এটি সর্বনিম্ন রেট।
- উপায় অ্যাপ ব্যবহারকারীরা এজেন্টদের নিকট থেকে হাজারে ১৪ টাকা খরচ করে ক্যাশ আউট করতে পারবেন।
- Send Money একদম Free অর্থাৎ কোনো চার্জ ছাড়াই এক উপায় অ্যাকাউন্ট থেকে অন্য উপায় অ্যাকাউন্টে যেকোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন।
- উপায়-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন ছাড়াও ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয় করা যাবে।
- এ ছাড়া বেশ কিছু Exclusive সেবা, যেমন- ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-পেইড) বিল পেমেন্ট । গ্রাহকরা দেশজুড়ে উপায়-এর এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক হতে এই সেবা নিতে পারবেন।
উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ
যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী স্মার্টফোন ব্যবহার করে না, ডায়াল কোড ব্যবহার করেই এজেন্টদের নিকট হতে ক্যাশ আউট করতে হয়। মফস্সল এলাকাগুলোতে এটিএম বুথের সংখ্যা অনেক কম থাকে। তাই এজেন্টরাই ভরসা টাকা উত্তোলনের জন্য।
গ্রাম অঞ্চলের এসব মানুষদের কথা ভেবে উপায় ইউএসডি ও APP উভয়ক্ষেত্রেই ক্যাশ আউট চার্জ একই রেখেছে। উপায় ব্যাবহারকারীদের ক্যাশ আউট চার্জ হাজারে ১৪ টাকা করে খরচ করতে হবে।
উপায় একাউন্ট খোলার নিয়ম
- প্রথমে উপায় Appটি Google Play Store থেকে Download করে ইনস্টল করে ফেলুন। যদি আগে থেকে Install করা থাকে তাহলে এই ধাপটি Skip করুন।
- উপায় অ্যাপ Open করে রেজিস্ট্রেশন ও লগইন অপশন দেখতে পাবেন। আপনি অবশ্যই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
- মোবাইল উপায় একাউন্ট এ আপনার যে মোবাইল নম্বরটি ব্যবহার করতে চান সেটি প্রদান করুন। আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
- এরপর Verify মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে নম্বরটি ভেরিফাই করে নিন। Verify অপশনেClick করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড (OTP Code) আসবে। এটি সয়ংক্রিয়ভাবে ভেরিফাই করে নিবে।
- এরপর আপনার জাতীয় ভোটার আইডি কার্ডের এর Front Side এবং Back Side এর ছবি তুলে সাবমিট করুন।
- তারপর আপনার তথ্য ভেরিফাই করা হবে। ভেরিফাই সম্পন্ন যাওয়ার পর আপনার Personal Details প্রদান করতে হবে। যেমনল পেশা, ঠিকানা ও অন্যান্য। এসব তথ্য নির্ভুলভাবে প্রদান করুন। চাইলে আপনি তথ্যগুলি পরে এডিট করতে পারবেন।
- তথ্য প্রদান হয়ে গেলে আপনার উপায় একাউন্ট এর তারপর একটি পিন কোড সেট করুন।
সবকিছু ঠিক থাকলে উপায় থেকে আপনাকে অভিনন্দন জানানো হবে । উপায় থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন।
ডায়াল কোড – Upay Dial Code
মোবাইল ফোন থেকে *২৬৮# কোড ডায়াল করলে উপায় মোবাইল ব্যাংকিং এর ইউএসডি মেনু ওপেন হবে। আপনি এর মাধ্যমে টাকা পাঠাতে, ক্যাশ আউট, মোবাইল টপ আপ, মার্চেন্ট পেমেন্ট সহ সবধরণের সার্ভিস গ্রহণ করতে পারবেন।
কাস্টমার সাপোর্ট – Upay Helpline
আপনি যদি উপায় কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে চান তাহলে 16268 নম্বরে কল করুন। প্রয়োজন হলে ইমেইল করতে পারেন। ইমেইল ঠিকানা : info@upaybd.com
উপায় এর ফেসবুক মেসেঞ্জারে ও চ্যাট করতে পারেন চাইলে। ওয়েবসাইটেও চ্যাট করার ব্যবস্থা আছে।
Upay Offer – উপায় অফার
উপায় এর ব্যবহারকারীরা অফার উপভোগ করতে পারবেন। নতুন একাউন্ট বোনাসসহ, মোবাইল রিচার্জ অফার, বিল পেমেন্ট অফার । উপায় এর সব অফার দেখুন এখানে
upay Recharge – 20% Cashback Offer upay
গ্রামীনফোন – উপায় অফার
গ্রামীনফোন ইউজাররা এখন থেকে উপায় App ব্যাবহার করতে পারবেন কোনো মোবাইল ইন্টারনেট ডাটা ছাড়াই। পাশাপাশি upay অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে পাবেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড। এছাড়াও রেজিস্ট্রেশন করে প্রথম অ্যাপে লগইন করলে পাবেন ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে উপায় অ্যাপ থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করলে পাওয়া যাবে অতিরিক্ত ২৫ টাকা।
আরও দেখুন : 🔥 বিকাশ অফার 🔥 নগদ অফার 📱 মোবাইল অফার