অলিম্পিক ফুটবল ২০২১ এ সোনার লড়াইয়ে ৭ আগস্ট মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল বনাম স্পেন। অনূর্ধ্ব ২৩ হলে কি হবে ? অলিম্পিক ফুলবল ২০২১ ফাইনাল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কে হাসবেন শেষ হাসি? Brazil vs Spain লাইভ খেলা কোন টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া স্ট্রিমিং করবে তা এখন আপনাদের জানাবো।
যেভাবে অলিম্পিক ফাইনাল ২০২১ -এ ব্রাজিল
Brazil ডি গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে। এখানে মিশরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে শক্তিশালী মেক্সিকোর মুখোমুখি হয়। সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল।
এরপর ৩০ মিনিট এক্সট্রা সময়েও গোল বঞ্চিত থাকে ব্রাজিল ও মেক্সিকো। টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অলিম্পিক ফাইনালে পৌঁছে যায় ব্রাজিল।
স্পেন যেভাবে অলিম্পিক ফাইনাল ২০২১ -এ
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, মিশর ও আর্জেন্টিনার বিপক্ষে ড্র করে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠে ইউরোপের এই ফুটবল পরাশক্তি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আইভরি কোস্টকে ৫-২ গোলের হারিয়ে সেমিফাইনালের টিকেট পায় স্পেন। মার্কো অ্যাসেনসিওর একমাত্র গোলে জাপানকে হারিয়ে ফাইনালে উঠে স্পেন। এখন তাদের একমাত্র বাধা বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিল বনাম স্পেন ২০২১ লাইভ যেভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ব্রাজিল বনাম স্পেন অলিম্পিক ফুটবল ২০২১ লাইভ ফাইনাল দেখা যাবে BTV, Sony Six, Sony Ten 1 ও Sony Ten 2 চ্যানেলে। অনলাইন ও মোবাইল App এ ফুটবল খেলা দেখতে চাইলে Bongobd, Bioscopelive, Toffe, Binge এ খেলা দেখতে পারবেন। এছাড়া ইউটিউবে অলিম্পিকের অফিসিয়াল চ্যানেলে খেলার হাইলাইটস ও ক্লিপ্স দেখতে পাবেন।
লাইভ স্কোর
ব্রাজিল বনাম স্পেন খেলার লাইভ স্কোর দেখতে পাবেন অলিম্পিক, ফিফা, গোল ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইটে।
একনজরে ব্রাজিল বনাম স্পেন ফাইনালের সময়সূচি
খেলা | সময় |
ব্রাজিল বনাম স্পেন | ৭ আগস্ট, ৫টা ৩০ মিনিট |
স্টেডিয়াম | কাশিমা স্টেডিয়াম |
শহর | টোকিও |
টিভি লাইভ | বিটিভি, সনি |
অনলাইন লাইভ | বঙ্গ, বায়োস্কোপ |
খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে টোকিও-তে।
অলিম্পিক ফুটবল ২০২১ লাইভ ও সময়সূচি
অলিম্পিক ফাইনালে ২০২১ ব্রাজিল ফুটবল দল
ব্রেনো, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ডগলাস লুইজ, রিচারলিসন, গুইলহারমে আরানা, আদেরবার মেলো ডস সান্তোস নেটো, ক্লডিনহো, পাওলিনহো, রেনিয়ার জেসাস কারভালহো, আবনার Vinícius, ম্যাথিউস হেনরিক, মালকম, মাথিউস কুনহা, রিকার্ডো গ্রাউকা, গ্যাব্রিয়েল মেনিনো, Lucão, দানি আলভেস, দিয়েগো কার্লোস, ব্রুনো Guimarães, নিনো, ব্রুনো ফুচস
স্পেন ফুটবল দল
Jesús ভালেজো, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, মিকেল মেরিনো, আলভারো ফার্নান্দেজ, ইভান ভিলার, মার্কো অ্যাসেনসিও, জন মোঙ্কায়োলা, Óscar মিনগুয়েজা, পাউ টোরেস, জাভি পুয়াদো, ব্রায়ান গিল, দানি সেবালোস, কার্লোস সোলার, জুয়ান মিরান্ডা, উনাই Simón, এরিক García, রাফা মীর, Óscar গিল, পেদ্রি, মার্ক কুকুরেলা, Martín জুবিমেন্দি
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম স্থান অর্জনের জন্য খেলবে। স্বর্ণ জয়েরম্যাচে তার প্রতিপক্ষ স্পেন, যারা প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে গ্রীষ্মকালীন গেমসে চ্যাম্পিয়ন হিসেবে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
ব্রাজিল এবং স্পেন পুরো টুর্নামেন্টজুড়ে দুটি সেরা দল হিসেবে খেলছে। দুই দলই সোনা জয়ের যোগ্য দাবিদার।