বিপিএল ২০২২ লাইভ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০ 2022 বিপিএল ২০২২ লাইভ খেলা যেভাবে দেখবেন, স্কোর, সময়সূচী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ২০২২ লাইভ অষ্টম আসর শুরু হয়েছে ২১ জানুয়ারি। দীর্ঘ দুই বছর পর এই আসরে লড়বে ৬ দল। দলগুলো হলো মিনিস্টার ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট সানরাইজার্স। এই লেখায় আপনাদের জানাবো কোন টিভি চ্যানেল বিপিএল ২০২২ লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে এবং অনলাইনে যেভাবে দেখা যাবে।

এই বিপিএল ২০২২ লাইভ টি২০ এ মোট ২৯ দিন খেলা হবে। এর মধ্যে ৩০ টি ম্যাচ ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। তারপরে প্লে অফ, এবং ফাইনাল। বাংলাদেশ ও বিশ্বের বেশ কয়েকজন বড় আন্তর্জাতিক তারকা ক্রিকেটার এই বিপিএল ২০২২ এ অংশ নেবেন।

বাংলাদেশের ৩টি ক্রিকেট ভেনুতে খেলা হবে এবারের বিপিএল ২০২২ লাইভ । ঢাকার শের ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩৪টি ক্রিকেট ম্যাচ।

প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী খেলায় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর পর থেকে বিপিএল ২০২২ এর প্রথম লাইভ খেলা শুরু বেলা সাড়ে ১২টায় ও দ্বিতীয় খেলা বিকেল সাড়ে ৫টায়।

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল ২০২২ এর ফাইনাল খেলা ১৮ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে বিপিএল ২০২২ লাইভ?

বিপিএল ২০২২ বিশ্বের প্রায় সব দেশ থেকে লাইভ উপভোগ করা যাবে। গাজী টিভি এই লীগের ব্রডকাস্ট স্পনসর। বাংলাদেশের দর্শকরা লাইভ খেলা দেখতে পারবেন দুটি টিভি চ্যানেলে। টি স্পোর্টস ও গাজী টিভি বিপিএল লাইভ সম্প্রচার করবে সরাসরি। এ ছাড়াও অনলাইন খেলা উপভোগ করা যাবে র‍্যাবিটহোল বিডিতে। তবে ইউটিউবে ফ্রি তে দেখার সুযোগ এবার আর থাকছে না। র‍্যাবিটহোল বিডি ওয়েবসাইটে ৯৯ টা সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে বিপিএল ২০২২ লাইভ খেলা।

T Sports Live Streaming

Watch Cricket On T Sports, First and Only One Sports Channel in Bangladesh

ক্রিকেটপ্রেমী দর্শকরা র‍্যাবিটহোল বিডি তে তাদের পছন্দ অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে বিপিএল খেলা দেখতে পারবেন। অনলাইনে লাইভ ক্রিকেট খেলা দেখানোর ক্ষেত্রে দেশের দর্শকদের প্রিয় নাম র‍্যাবিটহোল। করোনাভাইরাসের কারণে বিপিএল ২০২২ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। লাইভ খেলা দেখতে তাই চোখ রাখতে হবে টিভি চ্যানেল কিংবা অনলাইনে।

ভারত

দুর্ভাগ্যবশত বিপিএল টি২০ এর খেলা ভারতের কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবেন না। তবে ভারতের দর্শকরা অনলাইনে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ফ্যানকোড সব ম্যাচ লাইভ দেখাবে।

বিপিএল ২০২২ স্কোয়াড

চট্টগ্রাম চ্যালেঞ্জার: নসুম আহমেদ, বেনি হাওয়েল, কেন্নার লুইস, উইল জ্যাকস, শোরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম মুগধো, চ্যাডউইক ওয়ালটন, রায়দ এমরিট, রেজাউর রাজা, সাব্বির রহমান, মৃততুনজয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম

GTV Live Streaming

Watch Live Cricket on GTV, Official Broadcast Partner Of U19 World Cup 2022

কুমিল্লা ভিক্টোরিয়ানস: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শোহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মমিনুল হক, মহিদুল ইসলাম আনকন, পারভেজ হোসেন ইমন, আবু হিদের রনি, মেহেদী হাসান রানা।

মিনিস্টার ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, নাজিবুল্লাহ জাদরান, কাইস আহমাদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি মোর্তাজা, শুভাগাতা হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলহক ফারুকি, মোহাম্মদ নাইম, আরাফাত সানি, ইমরানউজ্জামান, শাফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদোত হোসেন।

ফরচুন বারিশাল: সাকিব আল হাসান, মুজিব উর রেহমান, ধনুষ গুনাথিলাকা, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, নজমুল হোসেন শান্তো, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিক ইসলাম, শৈত আলী, নিরোশান ডিকভেলা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান সুক্কুর

Rabbithole BD 50% Discount Offer

Rabbithole bd Subscription – 50% Bkash Cashback Offer 2022

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষ, নবীন-উল-হক, মেহেদী হাসান, সৌম্য সরকার, ইমরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী, সিককুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, খালেদ আহমেদ, জেকার আলী, নাবিল সামাদ

সিলেট সানরাইজার্স: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নজরুল ইসলাম অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, শোহাগ গাজি, অলোক কাপালি, মুক্তার আলী, শিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদির চৌধুরী, জুবায়ের হোসেন লিখোন, শাফিউল হায়াত রিদোয়, সুনজামুল ইসলাম।

একনজরে বিপিএল ২০২২ লাইভ

টুর্নামেন্টের নাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ
সময়কাল ২০২২
মোট দল ৬টি
স্টেডিয়াম ঢাকা, সিলেট, চট্টগ্রাম
টিভি চ্যানেল জিটিভি, টি স্পোর্টস
অনলাইন র‍্যাবিটহোল বিডি
We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0