ExpiredSuzuki Bike – ৳10,000 Discount Offer

Suzuki Bike Price in Bangladesh and Discount Offer 2021. Suzuki Commuter Fest 2021 অফারে GSX 125, Samurai (GR 150) এবং Hayate EP বাইক কেনায় আগামী ৩০ শে সেপ্টম্বর পর্যন্ত ১০,০০০ টাকার ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ দিচ্ছে। এ ছাড়াও পাবেন কিস্তিতে প্রিয় Suzuki Bike কেনার দারুন সুযোগ।  ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক (American Express) কার্ড ব্যাবহারে আপনাকে দিচ্ছে সহজ শর্তে বাইক কেনার কিস্তির সুযোগ। কিস্তির সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র সুজুকির ঢাকা ফ্ল্যাগশিপ শো রুমগুলো থেকে কিনলে।

Suzuki GSX 125

এই মোটরসাইকেলে রয়েছে 125cc পাওয়ারফুল ইঞ্জিন আছে 7.8ps@9000rpm ম্যাক্সিমাম পাওয়ার এবং 9.2 Nm@7000rpm সর্বোচ্চ টর্ক যার মধ্যে 60 kmpl মাইলেজ এবং 110 kmph টপ স্পিড রয়েছে। এই সুজুকি জিএসএক্স 125 বাইকের ব্রেক স্টাইল ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ড্রাম ব্রেক। এছাড়া বাইকে ট্যাংকিতে সবমিলিয়ে ১৪.২ লিটার তেল ধরে আবার বাইকটি 50 কিমি/লি গড় মাইলেজ এবং সর্বোচ্চ গতি 110 কিমি/ঘন্টায় দৌড়াতে পারে। এই অফারে সুজুকি সামুরাই 150 বাইকটি কালো, লাল,রঙে কিনতে পারবেন। GSX 125 বাইকটি অফারে কাল,লাল এবং নীল রঙে কেনা যাবে।

Price in Bangladesh: 1,34,950 Taka Discount Price: 1,24,950 Taka

Suzuki Samurai GR 150

এই মোটরসাইকেল ইঞ্জিনের পাবেন ফোর-স্ট্রোক, এয়ার কুলড, সিঙ্গেল সিলিন্ডার। মোটরসাইকেলটি 149 cm³ ইঞ্জিন দিয়ে চলে। ১৫০ সিসির ইঞ্জিনে আছে MAXIMUM POWER 8.2 ps @8,000 rpm  সর্বোচ্চ টর্ক 14.1 NM @ 10000 rpm দেবে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রয়েছে রেভ কাউন্টার, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইনডিকেটর, ফুয়েল গেজ, ওডোমিটার, ট্রিপ মিটার এবং অন্যান্য। বাইকের সর্বোচ গতি ১২০ ঘন্টায় দৌড়াবে। এবং প্রতি লিটারে প্রায় ৪৫ কিলোমিটার চলবে। এই অফারে সুজুকি সামুরাই 150 বাইকটি কালো, লাল এবং নীল রঙে কেনা যাবে|

Suzuki Hayate EP

সুজুকি হায়াতে বাইকটি চার-স্ট্রোক 110 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে চলে, থ্রি বিএইচপি @7500 আরপিএম এবং 5500 এ 8.62 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি 90 kmph। বাইকটিতে আছে  চার পেস গিয়ারবক্স। বাইকটির ইঞ্জিন ৬০ থেকে ৭৫ কিলোমিটার গতিতে সাচ্ছন্দে চলে এবং হাইওয়েতে ৭০ কিলোমিটার গতিতে চালানো যাই। বাইকটির ট্যাংকিতে ১০ লিটার অয়েল ধরে এবং শহরে। অফারে সুজুকি হায়াতে 110 CC বাইকটি গ্রে,লাল এবং কালো রঙে কেনা যাবে।

অফার নিয়ে কিছু জানার থাকলে ০১৭৫ ৫৬৬ ২২৮৮ অথবা ১৬৬৩৮ নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারবে|

Suzuki Bike Price in Bangladesh

BikePrice
GSX 125 1,24,950 Taka
Samurai GR 150
Hayate EP
We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0