Go Zayaan – US Bangla – Novoair – Nagad – Air Ticket – Up to 10% Discount Offer
গো জায়ান এর মাধ্যমে US-Bangla ও Novoair Airlines এর সকল ডোমেস্টিক ফ্লাইটের (Air Ticket) এয়ার টিকেটে (যাওয়া এবং আসা) ১০% ডিসকাউন্ট (Discount) পাওয়া যাবে। শুধু ওয়ান ওয়ে টিকেটের উপরে ৮% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Go Zayaan। ছাড়ের অফারটি পাওয়া যাবে যে কোনো মূল্যের টিকেটে এবং টিকেটের দাম Nagad দিয়ে পরিশোধ করতে হবে।
নগদ পেমেন্টে যতবার খুশি ততবার ছাড় পাবেন। বর্তমানে এই দুইটি এয়ারলাইন্স অভ্যন্তরীন রুটে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, সিলেট, বরিশাল এবং রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।
করণাকালীন সময়ে সরকার নির্ধারিত বিধিনিষেধ আরোপ করার কারণে আকাশ পথের চাহিদা বেশ উর্ধমুখী। আর যাত্রীদের এয়ারটিকেটের খরচ বাঁচাতে নগদ নিয়ে আসলো এই আকর্ষনীয় ডিসকাউন্ট অফার। এই অফারটি উপভোগ করা যাবে আগামী ৩০ শে জুন পর্যন্ত।