Buy Walton AC, Get Deep Fridge Free – Discount, Cashback EMI Offer

ঈদ অফার ২০২১ (Eid Offer 2021) কে সামনে রেখে ওয়ালটন (Walton) শুরু করল আকর্ষণীয় বেশ কিছু সুবিধা সহ মেগা ঈদ ফেস্টিভ্যাল। এই অফারে Walton AC কিনলেই পাচ্ছেন ডিপ ফ্রিজ সহ নিশ্চিত ক্যাশব্যাক। আগের সিজন গুলোতে এ ব্যাপক সাড়া পাওয়ায় একই সুবিধা সহ কোরবানির ঈদ কে সামনে রেখে শুরু হলো সিজন ১১। এখন যেকোনো ওয়ালটন প্লাজা,পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে এসি কিনলেই ওয়ালটন কতৃপক্ষ ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর, প্রোডাক্টের মডেলের প্রয়োজনীয় তথ্য ওয়ালটনের সার্ভারে স্টোর করা হবে।

এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহকের মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে, যেখানে উল্লেখ করা থাকবে গ্রাহক কোন অফারের জন্য প্রযোজ্য হবে। আরো নিশ্চিত করা হয়েছে গ্রাহক ৪০% ছাড় অথবা সর্বনিম্ন ৫০০ টাকা ক্যাশব্যাক অথবা ফ্রি ডিপ ফ্রিজ এর যেকোনো একটি উপভোগ করতে পারবেন। যদি কোনো গ্রাহক ডিপ ফ্রিজ জেতেন থাহলে উল্লেখিত ফ্রিজ ১৫ দিনের মধ্যে গ্রাহককে বুঝিয়ে দেওয়া হবে।

এছাড়াও থাকছে ৩৬ মাসের কিস্তিতে এসি কেনার দারুন সুযোগ এবং ওয়াল্টন এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসির বদলে নতুন এসি কিনলে পাচ্ছেন ২৫% ডিসকাউন্ট। ওয়ালটন এসি যুক্ত করা হয়েছে ইউভি (আলট্রা ভায়োলেট) কেয়ার,ভয়েস কমান্ড, আয়োনাইজার, অ্যান্টিভাইরাল, ফ্রস্ট ক্লিন, ইনভার্টার প্রযুক্তি এর মতো অতি আধুনিক ফিচার, এছাড়াও ৭০% পর্যন্ত সাশ্রয় করে। অফার সম্পর্কে বা রেজিস্ট্রেশনেই বিষয়ে কিছু জানার থাকলে কল করা যাবে ১৬২৬৭ অথবা ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে।

We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0