Walton Mobile- 50% Discount – EMI Offer

Walton mobile এ ঈদ উপলক্ষে চলছে ৫০% পর্যন্ত মূল্য ছাড় (Discount offer)| এই অফারটি উপভোগ করা যাবে নির্দিষ্ট কিছু মডেল এর উপরে এবং শুধু মাত্র অনলাইন ইপ্লাজা থেকে কিনলে। আরো থাকছে কিস্তির সুবিধা এবং অফিসিয়াল ওয়ারেন্টি। চলুন দেখে নেওয়া যাক কোনো কোন মডেল এর উপরে এই ছাড় প্ৰযোজ্য হবে। মডেলগুলো হলো Primo H8 Turbo, Primo RX7, Primo H8 Pro,Primo S7 Pro, Primo R6 Max। এখনই ভিজিট করুন আর কিনে নিন আপনার পছন্দের সেরা স্মার্টফোনটি।

অফারের শর্ত

  • ৫০% ছাড়ের অফারটি প্রযোজ্য হবে শুধু মাত্র ক্যাশ ও ডেলিভারি এর উপরে। মোবাইলের দাম পরিশোধ করা যাবে ডেবিট কার্ড(Debit Card), ক্রেডিট কার্ড (Credit Card), বিকাশ (bkash) এবং রকেট (Rocket) দিয়ে।
  • মোবাইল আপনার হাতে পৌঁছাতে সময় নেবে অর্ডার করার পরে সর্বোচ্চ ৭ দিন
  • COVID এর কারণে ডেলিভারি দেরি হতে পারে
  • ছয় মাসের কিস্তির সুবিধা পাওয়া যাবে শুদু মাত্র MSRP দামের উপরে (ছাড় প্রযোজ্য হবে না)
  • অফারটি সীমিত সময়ের জন্য
  • এই অফারটি উপভোগ করলে অন্য অফার প্রযোজ্য হবে না
  • মোবাইল রং, ডিজাইন নির্ভর করবে স্টক থাকার উপরে
  • ডেলিভারি চার্জ নির্ধারিত হবে ই প্লাজা এর পলিসি অনুযায়ী

এই অফার ৩১মে ২০২১ পর্যন্ত প্রযোজ্য

We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0