Samsung Galaxy M62

জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড স্যামসাং এর আরেকটি নতুন মডেল বাজারে এসেছে। Samsung Galaxy M62 মডেলের এই স্মার্টফোনটি জনপ্রিয়তা পেয়েছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের কারণে। বাংলাদেশে এই মোবাইল ফোনটির অফিসিয়াল দাম (Price in Bangladesh) 34,999 টাকা এবং এদেশের বাজারে লঞ্চ হয়েছে মার্চের ৩ তারিখে। চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই স্মার্টফোনটিতে,

Display

ফোনটিতে থাকছে ৬.৭ (১০৮০x ২৪০০) ইঞ্চির বড় মাপের এফএইচডি প্লাস সুপার Amoled প্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে পিক্সেল ডেনসিটি পাওয়া যাবে ৩৯৩, বডি তো স্ক্রিন রেশিও ৮৭.৭% এবং পিক ব্রাইটনেস দেবে ৪২০ নিটস। আরো থাকবে ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি । External Storage ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা।

Battery (ব্যাটারি)

Galaxy M62 ফোনটির boro চমক হল ৭০০০ অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এর পাওয়ার ব্যাকআপ। যেটা ২৫ ওয়াট Fast Charging সাপোর্ট করবে। এই ফোনের chipset এবং battery শক্তিশালী হওয়ার কারণে মোবাইলে গেমস খেলার অভিজ্ঞতা অন্যরকমের । প্রায়ই আমাদের মোবাইলের চার্জ নিয়ে ঝামেলায় পড়তে হয়। আবার ব্যাটারির পাওয়ার যেন শেষ না হয় এর জন্য পাওয়ারব্যাংক সাথে রাখতে হয়। Galaxy M62 এসব দুশ্চিতা আমাদের মুক্তি দিতেই যুক্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। একবার ফুল চার্জ করলে ব্যাটারির চার্জ নিয়ে একটানা ৭২ ঘন্টা কোনো চিন্তায় করা লাগবে না।

Processor(প্রসেসর)

ফোনটির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যুক্ত করা হয়েছে ফ্ল্যাগশিপ Exynos 9825 7nm চিপসেট। যা মোবাইলটি স্ক্রলিং এবং অ্যানিমেশন ব্যাবহারের অভিজ্ঞতা আরো smooth হবে । এটি অপারেট করবে Android 11, One UI 3.1 তে এবং এর বিশেষত্ব হলো নিজের পছন্দ and প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করা যাবে । একের অধিক অ্যাপ একসাথে ব্যবহার করলেও এর পারফরমেন্স নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে না। আরো থাকছে ৬০ গিগা হার্টজ রিফ্রেশ রেট, অক্টাকোর Cortex A75 and Cortex A55 প্রসেসর । এতে করে সর্বোচ সিপিউ স্পিড পাওয়া যাবে 2.73GHz পর্যন্ত এবং থাকছে জিপিউ মালি জি৭৬; এমপি ১২। ৮ জিবি এলপিডিডিআর৪এক্স Ram এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ Storage সাথে ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি।

Camera (ক্যামেরা)

Galaxy M62 মডেলটির আরো একটি বিশেষ দিক হলো এর ক্যামেরা। আর ক্যামেরায় পাওয়া যাবে ৬৪ Megapixel কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ ক্যামেরা,১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর,৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনের ক্যামেরায় আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ব্যবহার করে ১২০ ডিগ্রি ভিউ সহ মনমাতানো ছবি উঠানো যাবে । এছাড়াও ডেপথ সেন্সর এবং এইচডিআর ব্যবহার করে ব্যাকলাইট এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে।

সেলফি এবং ভিডিও এর জন্য ফ্রন্ট ক্যামেরায় আসে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। বোয়েখ এর সুবিধা যুক্ত হওয়ায় এই ক্যামেরায় চমৎকার সেলফি উঠানো যাবে। ভিডিও রেকডিং করা যাবে হবে UHD 4K (3840 x 2160) @30fps রেসল্যুশনে এবং স্লোমোশনে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 480fps @HD, 240fps @HD, 120fps @HD।

Samsung M62 Specifications

Body
Dimensions163.9 x 76.3 x 9.5 mm (6.45 x 3.00 x 0.37 in)
Weight218 g (7.69 oz)
BuildGlass front, plastic back, plastic frame
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Display
TypeSuper AMOLED Plus, 420 nits (peak)
Size6.7 inches, 108.4 cm2 (~86.7% screen-to-body ratio)
Resolution1080 x 2400 pixels, 20:9 ratio (~393 ppi density)
Platform
OSAndroid 11, One UI 3.1
ChipsetExynos 9825 (7 nm)
CPUOcta-core (2×2.73 GHz Exynos M4 & 2×2.40 GHz Cortex-A75 & 4×1.95 GHz Cortex-A55)
GPUMali-G76 MP12
Memory
Card slotmicroSDXC (dedicated slot)
Internal128GB 8GB RAM, 256GB 8GB RAM
Main Camera
Quad64 MP, f/1.8, 26mm (wide), 1/1.73″, 0.8µm, PDAF
12 MP, f/2.2, 123˚ (ultrawide)
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.4, (depth)
FeaturesLED flash, panorama, HDR
Video4K@30fps, 1080p@30fps
Selfie camera
Single32 MP, f/2.2, 26mm (wide), 1/2.8″, 0.8µm
FeaturesHDR
Video4K@30fps, 1080p@30fps
Sound
LoudspeakerYes
3.5mm jackYes
Comms
WLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth5.0, A2DP, LE
GPSYes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
NFCYes
RadioFM radio, recording
USBUSB Type-C 2.0, USB On-The-Go
Features
SensorsFingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass
We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0