Realme narzo 30A
আকর্ষণীয় স্পেসিফিকেশন এবং ফিচার সম্মৃদ্ধ realme narzo 30A মডেলের স্মার্টফোনটি ২১ মার্চ ২০২১ এ Bangladesh এর বাজারে এসেছে ।
Realme narzo 30A Smartphone Specification and Price and Deals in Bangladesh.
রিয়েলমি নারজো ৩০ এ আছে মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক Helio G85 গেমিং প্রসেসর এবং 6000mAh Mega Battery with 18W Type-C Quick Charge সাথে 4 জিবি র্যাম, শ720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ এবং পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। Realme Narzo 30A এর পীক ব্রাইটনেস লেভেল 570 নিটস।
ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে ক্যামেরা সেটআপ ও তার একটু নিচে মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত।
প্রসেসর (Processor)
Realme Narzo 30A ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 Gaming চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 12 এনএম ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর রয়েছে। কোম্পানি তাদের Realme Narzo 30A ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি বাড়ানো যায়।
ক্যামেরা (Camera)
Realme Narzo 30A তে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এতে PDAF সাপোর্ট ফিচার রয়েছে। ফোনের দ্বিতীয় সেন্সরটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ক্যামেরা সেটআপে HDR ও পোর্ট্রোট মোড ফিচার আছে। সেলফির জন্য এতে কোম্পানি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। এই ক্যামেরা আবার এআই সাপোর্টেড।
ব্যাটারী (Battery)
পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানি Realme Narzo 30A তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারী এক নাগাড়ে 52 ঘন্টা ফোন কল, 114 ঘন্টা স্পোটিফাই মিউজিক, 10 ঘন্টা গেম ও 27 ঘন্টা ইউটিউব ভিডিও স্ট্রীমিং করতে সক্ষম। মানে এক চার্জে দুইদিন এমনিতেই চলে যাবে আর ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জার তো পাচ্ছেনই।
তাহলেই কি, realme narzo 30A দেশের Best Budget Gaming Phone?