Pay NSU Tuition Fees – Citytouch App

City Bank Citytouch এবং North South University এর (NSU) স্টুডেন্টদের অনলাইনে টিউশন ফি পেমেন্টকে আরো সহজ এবং দ্রুততম করার জন্য শুরু করলো নতুন ডিজিটাল পেমেন্ট প্রোসেস। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের স্টুডেন্ট গ্রাডুয়েশন, পোস্ট গ্রাডুয়েশন এবং বিশেষ প্রশিক্ষণের জন্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা চালিয়ে যেতে হয়। এর জন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ করতে হয়।

প্রায় দেখা যাই স্টাডি, এসাইনমেন্ট, প্রজেক্ট পেপার নিয়ে ব্যাস্ত হয়ে পড়তে হয় এরই মাঝে টিউশন ফি দেওয়ার শেষ সময় কাছে চলে আসে আর তখনি বেড়ে যাই যত ব্যাস্ততা। সময় সময় আপনার হাতের মুঠোয় এখন Citytouch পেমেন্টের মাধ্যমে খুব সহজেই যে কোনো সময়ে টিউশন ফি দেওয়া যাবে।

How to Pay NSU Fee by Citytouch App

  • লগইন করতে হবে
  • ভ্যালুএডেড সার্ভিস থেকে পেমেন্ট ট্যাব থেকে
  • টিউশন ফি ক্যাটেগোরি নির্বাচন করতে হবে
  • নাম নির্বাচন করতে হবে
  • প্রয়োজনীয় তথ্য পুরুন করতে হবে
  • OTP নাম্বার এন্ট্রি করতে হবে এবং ক্লিক সেন্ড
We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0