নগদে ভিসা ক্রেডিট কার্ড বিলে ৳৩০০ পর্যন্ত ক্যাশব্যাক
Nagad Visa Credit Card 300 Taka Cashback Offer 2021 – নগদ ও Visa এক সাথে ভিসা ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য নিয়ে এলো ইনস্ট্যান্ট Cashback অফার। নগদ অ্যাপ দিয়ে বাংলাদেশ এ ইস্যুকৃত যেকোন ভিসা Credit Card বিল পেমেন্টে পাচ্ছেন ১.৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ।
ক্ৰেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে পরিশোধিত বিলের পরিমাণের উপর ১% চার্জ কাটা হবে। অর্থাৎ আপনি নগদ ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল শোধ করলে .৫% ক্যাশব্যাক পাবেন। অফারটি চলবে ২৮ জুন, ২০২১ থেকে ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত।
নগদ ক্রেডিট কার্ড বিল দেয়ার নিয়ম
এই অফারটি পেতে হলে আপনাকে অবশ্যই নগদ app দিয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে। প্রথমে নগদ app এর বিল পে অপশনটিতে ক্লিক করে ক্রেডিট কার্ড সিলেক্ট করুন। এরপর ভিসা ক্রেডিট কার্ড বিল এ গিয়ে আপনার কার্ড নম্বরটি অ্যাড করে টাকার পরিমান বসিয়ে বিল পেমেন্ট করুন। এরপর ফিরতি মেসেজে ক্যাশব্যাক এমাউন্ট আপনার নগদ একাউন্টে জমা হবে।
ভিসা ক্রেডিট কার্ড বিল অফার নিয়ে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।