Grinder – 32% OFF – EMI Offer

Othoba

ঈদ অফার ২০২১ (Eid Offer 2021) উপলক্ষে Othoba Grinder এর উপরে দিচ্ছে ৩২% পর্যন্ত ছাড়। ডিসকাউন্ট অফারের পাশপাশি নির্দির্ষ্ট মডেলের Grinder ৩ থেকে ১২ মাসের নো কস্ট কিস্তিতেও কেনা যাবে। আরো থাকবে ২ বছেরর অফিসিয়াল ওয়ারেন্টি।

রান্নার জন্য ব্যাবহার করার নানা পদের মশলা উপরকরণ গুঁড়া করতে জন্য যথেষ্ট সময় লাগে। আর যদি থাকে উন্নত ব্র্যান্ডের গ্রাইন্ডার, তাহলে যত শক্ত মসলার উপকরণ গরম মশলা, জিরা, আদা, রসুন,পেঁয়াজ, মরিচ ও অন্যান প্রয়োজনীয় যতোকিছু সব হবে ঝটপট। ঈদুল আজহা আর বেশি দিন নেয়, এই সময়ে পরিবারে মসলার ব্যবহার ব্যাবহার বেড়ে যাই এবং তা রান্নার উপযোগী করতে বেশ বেগ পেতে হয়। আর এই সময় গুলোতে ঘরের এ কাজগুলি করা যাবে গ্রাইন্ডারের সাহায্যে।

এছাড়াও কিস্তির সুবিধা পাওয়া যাবে ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মিডল্যান্ড ব্যাংক, ইউসিবিএল, ডাচবাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবিসি ব্যাংক, মেঘনা ব্যাংক, লঙ্কাবাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে। পছন্দের গ্রাইন্ডার কিনতে এখনই ভিজিট করুন।

অফার সম্পর্কে কিছু জানার থাকলে কর করা যাবে ০৯৬১৩ ৮০০ ৮০০ নম্বরে।

আরও দেখুন : 🔥 বিকাশ অফার 🔥 নগদ অফার 📱 মোবাইল অফার

We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0