Buy Electra Refrigerator – Get Microwave Oven Free – Priyoshop Offer

আকর্ষণীয় অফারে কিনে নিন Electra Refrigerator (ফ্রিজ) আর সাথে উপভোগ করুন মাইক্রোওয়েভ ওভেন বিনাপয়সায়। প্রিয়শপে এই আধুনিক প্রযুক্তি সম্মিলত Freeze বিক্রয় হচ্ছে মাত্র ৫২,০০০ টাকায়। এতে রয়েছে মাল্টি স্টোরেজ সেল্ফ,ভেজিটেবল ড্রয়ার, বিগ বটল গার্ড এর সুবিধা এবং খুব সহজেই পরিবারের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেমন দুধ, জুস, বেভারেজ সংরক্ষণ করা যাবে। আরো একটি বিশেষ সুবিধা রেফ্রিজেরেটরটি ফ্রস্ট ফ্রি যার কারণে স্বল্প সময়ের মধ্যে রেফ্রিজেরেটরে রাখা খাদ্য দ্রব্য রান্নার উপযোগী করা যাই।

রেফ্রিজেরেটরটিতে যুক্ত করা হয়েছে ইন্টেরিয়র এলইডি লাইট যার কারণে ফ্রিজের প্রতিটি কোনে সমান ভাবে আলো ছড়াবে, ইলেকট্রনিক টেম্পারেচার থাকার কারণে প্রয়োজন মতো ফ্রিডজিং পয়েন্ট বাড়িয়ে কমিয়ে রেফ্রিজেরেটরে রাখা খাবার কে সতেজ রাখা যাবে।

গ্রাহকদের রেফ্রিজেরেটর কে সহজলভ্য করার জন্যে Eastern Bank Limited, BRAC Bank Limited, City Bank Limited, Dutch Bangla Bank Limited, Southeast Bank Limited, Standard Bank Limited, Mutual Trust bank Limited, National Credit & Commerce (NCC) Bank Limited , NRB Bank Limited, Meghana Bank Limited, Midland Bank Limited , Jamuna Bank Limited , Bank Asia Limited, Dhaka Bank Limited এবং South Bangla Agriculture Bank (SBAC) এর ক্রেডিট কার্ড ব্যাবহার করে EMI বা কিস্তির সুবিধাই কেনার সুযোগ পাবেন।

Electra Refrigerator Specification

  • নন ফ্রস্ট
  • মাল্টি এয়ার ফ্লো সুবিধা
  • ইলেকট্রনিক টেম্পারেচার নিয়ন্ত্রণ এর সু ব্যাবস্থা
  • স্কাই পাওয়ার ইন্টেরিয়র এলইডি লাইট
  • চিলার জোন সাথে আছে স্লাইড ফুড প্যান
  • গ্লাস সেল্ফ
  • রিভার্সিবল ডোর
  • ২২০~২৪০/৫০ হার্টজ
  • ওয়াটার ডিস্পেন্সার

কম্প্রেসার ওয়ারেন্টি ১২ বছর, বিক্রয় পরবর্তী সার্ভিস পাওয়া যাবে ২ বছর পর্যন্ত। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে পড়বে ১০০০ টাকা আর ঢাকার বাইরে পড়বে ১৬০০ টাকা|

We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0