ঘরে বসেই শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বিকাশ (Bkash) করুন, সাথে পাচ্ছেন ১০টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (Cashback Offer)! একজন গ্রাহক যেকোনো অ্যামাউন্ট বিকাশ করলেই ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক(Cashback) পাবেন অ্যাপ এবং *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে
অফার লিমিট:
- একজন গ্রাহক মাসে ২ বার, তিন মাসে মোট ৬ বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
অফারের সময়সীমা:
৪ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত।
অফারের বিস্তারিত:
- একজন গ্রাহক যেকোনো অ্যামাউন্ট বিকাশ করলেই ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
- অ্যাপ এবং *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে
শর্তাবলি:
- বিকাশ (Bkash) গ্রাহকের সক্রিয় Account থেকে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে বিল বিকাশ করলে অফারটি পাওয়া যাবে।
- ক্যাশব্যাক (Cashback) পেতে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে তিনি ক্যাম্পেইনের অফারটি পাবেন না।
- গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে পরপর ৩ বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত হবেন না।
- বিকাশ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম, শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে।