Editor choice

Bkash Cashback Offer For Students – Tuition Fee – 10 Taka

1

ঘরে বসেই শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বিকাশ (Bkash) করুন, সাথে পাচ্ছেন ১০টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (Cashback Offer)!  একজন গ্রাহক যেকোনো অ্যামাউন্ট বিকাশ করলেই ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক(Cashback) পাবেন অ্যাপ এবং *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে

অফার লিমিট:

  • একজন গ্রাহক মাসে ২ বার, তিন মাসে মোট ৬ বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

অফারের সময়সীমা:

৪ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত।

অফারের বিস্তারিত:

  • একজন গ্রাহক যেকোনো অ্যামাউন্ট বিকাশ করলেই ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
  • অ্যাপ এবং *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে

শর্তাবলি:

  • বিকাশ (Bkash) গ্রাহকের সক্রিয় Account থেকে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে বিল বিকাশ করলে অফারটি পাওয়া যাবে।
  • ক্যাশব্যাক (Cashback) পেতে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে তিনি ক্যাম্পেইনের অফারটি পাবেন না।
  • গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে পরপর ৩ বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত হবেন না।
  • বিকাশ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম, শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে।

We will be happy to hear your thoughts

Leave a reply

JotoDeal
Logo
Compare items
  • Total (0)
Compare
0