ওয়েব ডেভেলপমেন্টের জন্য বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রচলিত কয়েকটি স্ট্যাকের মধ্যে একটি হল LAMP Stack। এই কোর্সটি করে আপনি LAMP Stack দিয়ে কিভাবে পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডেভেলপ করতে হয় তা শিখবেন।
একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ফ্রন্ট এন্ডে যে জিনিসগুলো না জানলেই নয় ( HTML5, CSS3, Bootstrap4, etc.), সেগুলো সম্পর্কে ধারণা পাবেন কোর্সের শুরুতেই! এরপর ডাটাবেজের জন্য শিখবেন MySQL এবং PhpMyAdmin।
এরপর আসবে ব্যাকএন্ডের কাজ! প্রথমেই থাকবে PHP এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো। বেসিক পাকাপোক্ত করে যখন আপনি কনফিডেন্ট হয়ে উঠবেন তখন একটু এডভান্স লেভেলে শেখানো হবে Object Oriented PHP। এই পর্যায়ে ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাকের সব টপিকই কভার হয়ে যাবে। সবশেষে রিয়েল লাইফ প্রজেক্ট মেইনটেনেন্সের জন্য অতি প্রয়োজনীয় Version controlling ও Git নিয়েও ধারণা পেয়ে যাবেন।
এই সবকিছু শিখিয়ে হাতে কলমে তৈরি করে দেখানো হবে একটি Inventory Management Software!